১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মান্দায় ২ হাজার লিটার চোলাই মদ জব্দ ও ধ্বংস পুলিশের মাদকবিরোধী সফল অভিযান
মান্দা প্রতিবেদক
- আপডেট সময়ঃ ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঋষি পল্লীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ।
অভিযানে প্রায় *২ হাজার লিটার দেশীয় চোলাই মদ* এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার ও জব্দ করা হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধারকৃত মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়।
অভিযান শেষে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই শামীম হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী।
ওসি মনসুর রহমান বলেন, “মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে মাদক নির্মূল করা সম্ভব।
এ ধরনের উদ্যোগে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন, সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি।
ট্যাগসঃ

















