বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সালেকুজ্জামান সাগরের গণসংযোগ
- আপডেট সময়ঃ ০২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে।

শামীম রেজা, বাগমারাঃ
রাজশাহী -৪(বাগমারা) আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশায় প্রচার-প্রচারণা ও নিয়মিত গণসংযোগ করে চলেছেন ব্যারিস্টার মোঃ সালেকুজ্জামান (সাগর)। দীর্ঘ সময় ধরে তিনি উপজেলার বিভিন্ন প্রান্তে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। সেই সাথে বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে দেশবাসীর জন্য কি কি করবেন সেটার একটি তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার লিফলেট বিতরণ করে চলেছেন।
ব্যারিস্টার মোঃ সালেকুজ্জামান (সাগর) বংশগতভাবেই একজন বিএনপি পরিবারের সন্তান। ব্যারিস্টার সাগর এর চাচা মরহুম আলহাজ মোঃ মকলেছুর রহমান ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি ও সেক্রেটারি এবং রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মরহুম মোঃ মকলেছুর রহমান ২০১৪ সালে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে ৮৩,৮১১ ভোট পেয়ে জনতার ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় এবং আওয়ামী ষড়যন্ত্রের শিকার হয়ে মাত্র চার হাজার আটচল্লিশ ভোটের ব্যাবধানে তাকে পরাজিত দেখানো হয়।
ব্যারিস্টার সাগর এর পিতা অ্যাডভোকেট মনিরুজ্জামান (রঞ্জু)। বাগমারার সর্ববৃহৎ ইউনিয়ন ১১ নং গনিপুর ইউনিয়নে পরপর তিন বারের নির্বাচিত কারানির্যাতিত বর্তমান চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার মাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
ব্যারিস্টার সাগর এর সহধর্মিণীও একজন ব্যারিস্টার, এবং ব্যারিস্টার সাগর বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতির জামাতা।
ব্যারিস্টার সাগর ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর একজন সক্রিয় সদস্য এবং আওয়ামী দুঃশাসন থেকে দেশকে রক্ষার চূড়ান্ত আন্দোলনে সর্বদলীয় আইনজীবীদের নিয়ে গঠিত সফল সংগঠন ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট’ এর কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
ব্যারিস্টার সাগর তার চাচা ও বাবার পথ অনুসরণ করে বাগমারার সাধারণ জনগনের কল্যাণমূলক কাজের পাশাপাশি বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন, বিশেষ করে ২৮শে অক্টোবর, ২০২৩ বিএনপির মহাসমাবেশ ঘিরে সমগ্র দেশে যে পুলিশি নির্যাতন, ধরপাকড় হয়েছিলো, ব্যারিস্টার সাগর বাগমারার প্রায় শতভাগ বিএনপি নেতাকর্মীসহ রাজশাহী জেলার অন্যান্য থানা ও মহানগর এর শত শত মিথ্যা মামলার আসামীদের কোন রকম আর্থিক সুবিধা না নিয়ে অত্যন্ত আন্তরিকতা ও দ্রুততার সাথে হাইকোর্ট থেকে জামিন করে প্রমান করেছেন তিনি বিএনপির নির্যাতিত নেতাকর্মীসহ সাধারণ জনগনের দুদিনে পাশে ছিলেন এবং থাকবেন। ব্যারিস্টার সাগর মূলত ২০১৪ সাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশের বর্তমান মাননীয় এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান এর সাথে সক্রিয়ভাবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন ধরনের মামলা পরিচালনায় সম্পৃক্ত থেকেছেন।
২০০১-২০০৬ ব্যারিস্টার সাগরের মরহুম চাচা মোঃ মকলেছুর রহমান বাগমারা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ছিলেন, ঐ সময় রাজশাহী ইউনিভার্সিটিতে আইনের ছাত্র থাকাকালীন ব্যারিস্টার সাগর তার চাচার সাথে সক্রিয়ভাবে বাগমারার রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দিক্ষা নিয়েছেন এবং পরবর্তীতে তার চাচার পরামর্শে ব্যারিস্টারি পড়ার জন্য ২০০৯ সালে লন্ডন এ গমন করেছিলেন।
ব্যারিস্টার মোঃ সালেকুজ্জামান (সাগর) ২০১২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস’ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করার পর ২০১৩ সালে যুক্তরাজ্য লন্ডনের ‘সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে সফলভাবে ‘বার প্রোফেসনাল ট্রেইনিং কোর্স সম্পন্ন করে পৃথিবীর বিখ্যাত “দি অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন” থেকে মর্যাদাপূর্ণ ‘বার-এট-ল’ ডিগ্রী অর্জন করেন এবং যুক্তরাজ্যের ‘বাবু কাউন্সিল অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস’ এর একজন সদস্য হিসেবে অন্তভুক্ত হন। ব্যারিস্টার সাগর এর আগে ২০০৭ সালে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং ২০০৮ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।
ব্যারিস্টার সাগর ২০১৩ সালে ‘বার-এট-ল’ ডিগ্রী অর্জন করার ১ (এক) মাসের মধ্যে মাটির টানে লন্ডন এর উন্নত জীবন ছেড়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে বাংলাদেশ এ চলে আসেন এবং আইনজীবী হিসেবে নিয়মিত কাজের পাশাপাশি বিভিন্ন প্রকার কাজের মাধ্যমে দেশব্যাপি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন এবং বিভিন্ন জাতীয় গুরুত্তপূর্ণ ইস্যুতে সাধারণ মানুষের পাশে থেকে জনস্বার্থে মামলা পরিচালনা করেন। তিনি ২০০৯ সালে ‘বাংলাদেশ বার কাউন্সিল’ এ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন, ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এবং ২০২৩ সালে মহামান্য আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
ব্যারিস্টার সাগর আইন অঙ্গনে দেশে বিদেশে অসামান্য অবদান রাখায় কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান ‘লেক্সটক ওয়ার্ল্ড’ কর্তৃক দুবাই এ আয়োজিত গ্লোবাল হাইব্রিড কনফারেন্স এ মর্যাদাপূর্ণ ‘LEX-FALCON AWARD, 2022’ লাভ করেন। তিনি আমেরিকান এমবাসী, বাংলাদেশ কর্তৃকও স্বীকৃত।
ব্যারিস্টার সাগর বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য কিছু দফার বাস্তবায়নের লক্ষে ইতিমধ্যেই উচ্চআদালতে জনস্বার্থে মামলা দায়েরের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন, যা নিম্নরুপ- দফা (২৭)-কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। দফা (১৪)-সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। দফা (২৪)-নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন। দফা (১৩)-দুর্নীতি প্রতিরোধ। দফা (১৯)- জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করন। দফা (২৯)-জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা।

















