০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

ডিপিডি নিউজ ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

ডিপিডি নিউজ ডেক্সঃ
পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে ১৩ সেপ্টেম্বর গণসমাবেশ সফল করার জন্য সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা। আজ (১১ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তারা এই সমাবেশ সফল করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর বাংলাদেশের এক বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে জাতিকে সচেতন করার লক্ষ্যে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর বাংলাদেশের এক বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে জাতিকে সচেতন করার লক্ষ্যে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

এখনো রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয়নি। রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচার প্রতীয়মান হতে হবে। এসব দাবি বাস্তবায়নের পরেই জাতীয় সংসদ নির্বাচন। এসব দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোর্শেদ, ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজী, ভোলা দক্ষিণের সভাপতি, মুফতি নুরুদ্দিন, সেক্রেটারি আব্বাস উদ্দিন, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবাইদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৩ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, গণসমাবেশ বাস্তবায়নের প্রচার সেক্রেটারি ইউসুফ আদনান প্রমুখ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

আপডেট সময়ঃ ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ডিপিডি নিউজ ডেক্সঃ
পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারসহ ৩ দফা দাবি বাস্তবায়নে ১৩ সেপ্টেম্বর গণসমাবেশ সফল করার জন্য সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা। আজ (১১ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তারা এই সমাবেশ সফল করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর বাংলাদেশের এক বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে জাতিকে সচেতন করার লক্ষ্যে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর বাংলাদেশের এক বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে জাতিকে সচেতন করার লক্ষ্যে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। দাবিগুলোর মধ্যে রয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

এখনো রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয়নি। রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচার প্রতীয়মান হতে হবে। এসব দাবি বাস্তবায়নের পরেই জাতীয় সংসদ নির্বাচন। এসব দাবি বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোর্শেদ, ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজী, ভোলা দক্ষিণের সভাপতি, মুফতি নুরুদ্দিন, সেক্রেটারি আব্বাস উদ্দিন, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবাইদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৩ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, গণসমাবেশ বাস্তবায়নের প্রচার সেক্রেটারি ইউসুফ আদনান প্রমুখ।