রাবিতে স্টুডেন্ট’স রিসার্চ জার্নাল’র মোড়ক উন্মোচন
- আপডেট সময়ঃ ১১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে।

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে “ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস রিসার্চ জার্নাল”। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শহীদুল্লাহ কলা ভবনে এ জার্নালের মোড়ক উন্মোচিত হয়।
জার্নাল সম্পর্কে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের একাডেমিক চর্চা তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি এটি পুরো বিভাগের গবেষণামূলক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। এ সময় বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তারা।
এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. বেলাল হোসেন বলেন, গবেষণা জার্নাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো বিভাগে শিক্ষার্থীদের নিজস্ব গবেষণা জার্নাল নেই, তাই এটি নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ। এই জার্নালের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যারা গবেষণায় মনোনিবেশ করবে, তারা প্রকাশনার মাধ্যমে তাদের গবেষণার যাত্রা শুরু করতে পারবে। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে গেলেও গবেষণা আসলে কী, সেটি জানার সুযোগ পায় না। অথচ গবেষণার মাধ্যমেই দেশের অগ্রগতি ও উন্নতি সম্ভব। বিশেষ করে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, তাদের প্রায়ই প্রশ্ন করা হয়— তোমার কোনো লেখা/গবেষণা কি কোনো জার্নালে প্রকাশিত হয়েছে? এই জার্নাল সেই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
তিনি আরও বলেন, গবেষণামূলক জ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে ইসলামিক স্টাডিজ বিভাগের সুনাম বয়ে আনবে।
গবেষণা সম্পর্কে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, স্টুডেন্টস রিসার্চ জার্নাল হলো ইসলামিক স্টাডিজ বিভাগের একটি দারুণ উদ্যোগ, যেখানে চলমান শিক্ষার্থীদের গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। বিভাগের শিক্ষকদের বিশেষায়িত কমিটি প্রবন্ধগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রথমবারের মতো এ জার্নাল প্রকাশ করেছে। এর ধারাবাহিক প্রকাশনা শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদস্বরূপ হবে।
উল্লেখ্য, ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস রিসার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. বেলাল হোসেন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান এবং সকল শিক্ষক-কর্মকর্তা।

















