বাগমারার তাহেরপুরে মাহমুদ এন্টারপ্রাইজে এন.মোহাম্মাদ পাইপ এন্ড ফিটিংসের ব্যবসা পর্যালোচনা সভা
- আপডেট সময়ঃ ০৯:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বাগমারার তাহেরপুরে মাহমুদ এন্টারপ্রাইজে এন.মোহাম্মাদ পাইপ এন্ড ফিটিংসের আয়োজনে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ শে আগষ্ট) বাগমারা উপজেলার তাহেরপুর অডিটরিয়ামে এন. মোহাম্মাদ পাইপ এন্ড ফিটিংস এর সৌজন্যে মাহমুদ এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনায় এক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা,পুঠিয়া, দূর্গাপুর এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় মেসার্স মতিউর ট্রেডার্স কে নগদ উপহার ও ক্রেস্ট দিয়ে পুরুষ্কৃত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান আলহাজ্ব আহমেদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট হতে পুরুষ্কার গ্রহন করেন মেসাস মতিউর ট্রেডার্স এর স্বাধিকারী উদিয়মান তরুন উদ্দোক্তা ইন্জি: মো. মতিউর রহমান।
উল্লেখ্য যে মেসার্স মতিউর ট্রেডার্স টি বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নানসর বাজারে ৩ যুগ ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সাফল্যে বিষয়ে মতিউর ট্রেডার্স এর স্বাধিকারের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, নিরলস প্রচেষ্টা, শ্রম, সততা, গ্রাহক সেবাই আমাদের মুলধন। এ সাফল্যের বিষয়ে পাশের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর স্বাধিকারী মো. জাহিদুল ইসলাম জাহিদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান পরিশ্রম ই সাফল্য তাদের হাতে ধরা দিতে বাধ্য হয়েছে,সাফল্যের এ ধারা যুগ যুগ অব্যাহত থাকুক সেই কামনা করি।


















