দুর্গাপুরে দি হাঙ্গার প্রজেক্টের (এম আই পি এস) প্রকল্প আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৪:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুরে নানা ধর্ম, মত ও পথের মানুষের মিলনমেলা হয়ে উঠল আন্তঃধর্মীয় সংলাপ। শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান জোরদারের প্রত্যয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সহযোগিতায় ছিল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
পিএফজি অ্যাম্বাসেডর ও সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় এবং পিএফজি কো-অর্ডিনেটর একেএম মোহাইমেনুল হক রেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা দরুল হুদা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ সময় এমআইপিএস কার্যক্রম উপস্থাপনা করেন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ।
আলোচনায় বক্তারা বলেন- ধর্ম মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং ঐক্যবদ্ধ করে মানবিক সমাজ গড়ার জন্য। শান্তি প্রতিষ্ঠা, সহনশীলতা, পারস্পরিক আস্থা ও নৈতিকতার ভিত্তিতেই গড়ে উঠতে পারে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত একটি সমাজ। যাতে করে নিজ নিজ ধর্ম থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে।
সংলাপ শেষে উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত দুর্গাপুর গড়ার অঙ্গীকার নিয়ে সবাই ১১ দফা ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়িয়ে শান্তি-সম্প্রীতির দুর্গ গড়ার শপথেই শেষ হয় আন্তঃধর্মীয় এ সংলাপ।


















