দুর্গাপুরে চাঞ্চল্যকর ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেফতার
- আপডেট সময়ঃ ০২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১১৮ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল আহমেদকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার আগলা এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
ফয়সাল আহমেদ দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মরহুম রইচ উদ্দিনের ছেলে।
র্যাব-৫-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে বের হয়ে এলাকায় অবস্থান করছিলেন। পরে ১০ আগস্ট সকালে হোজা বিলে নিজস্ব পানবরজে কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় নিহতের ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। ঘটনার পর র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে নাটোর সদর থেকে দু’জন আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ গতকাল সোমবার রাতে অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ফয়সাল আহমেদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার আতিকুল ইসলাম বলেন, দুর্গাপুরের হোজাগ্রামে চাঞ্চল্যকর ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামী ফয়সাল আহমেদকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে এর র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। সকল আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেলা যাতে প্রেরণ করা হয়েছে।

















