দুর্গাপুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ১০:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদ:
রাজশাহীর দুর্গাপুরে আন্তঃবাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর, রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ৪ ঘটিকার সময় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। বিশেষ অতিথি ছিলেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম।
প্রতিযোগিতায় ফুটবল, দৌড়, লংজাম্প, হাই জাম্প, ভলিবল সাতারসহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রতিটি খেলা হয়ে ওঠে প্রাণবন্ত।
অতিথিরা পুরস্কার বিতরণকালে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং দলগত চেতনা বিকাশে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার পাশাপাশি তাদের নেতৃত্বগুণ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।


















