বাগমারায় দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মীর জানাজায় মানুষের ঢল
- আপডেট সময়ঃ ০৭:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী মামুনুর রশিদের জানাজায় উপস্থিত হয় হাজারো মানুষ। বৃহস্পতিবার সকাল দশটায় মামুনুরের নিজ গ্রাম হলুদঘর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
মামুনুর রশিদের নিকটাত্মীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নেওয়া হলে আনুমানিক সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মামুনুর রশিদের জানাজায় উপস্থিত হয়ে ডাঃ আব্দুল বারী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটি একটি বৃহৎ পরিবারের মতো। ভবিষ্যতে মামুনুর রশিদ ভাইয়ের পরিবারের যেকোনো প্রয়োজনে আমি তাদের পাশে থাকবো। বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, মামুনুর রশিদের কোন ঋণ বা দেনা থাকলে আপনারা আমাদের জানাবেন। সংগঠনের পক্ষ থেকে আমরা সেগুলো পরিশোধের ব্যবস্থা করবো।
জানাজায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ।



















