১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

সুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১০:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে।

সুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কবির হোসেন (৩৬) নামের এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি তবলাও বাজাতেন। গুরুতর আহত ছেলে আবিদ (১২) কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত নিহতের স্বজন মেজবা মিয়া নামের একজন বলেন, মঙ্গলবার জৈনা বাজারে নিজ ফার্মেসীতে সারাদিন ঔষধ বিক্রির পর রাত সাড়ে ১১টার দিকে ছেলেকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেন কবির হোসেন। ছেলে আবিদকে নিজ মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় কবির হোসেন ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের স্বজনদের আবেদনের পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

আপডেট সময়ঃ ১০:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কবির হোসেন (৩৬) নামের এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি তবলাও বাজাতেন। গুরুতর আহত ছেলে আবিদ (১২) কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত নিহতের স্বজন মেজবা মিয়া নামের একজন বলেন, মঙ্গলবার জৈনা বাজারে নিজ ফার্মেসীতে সারাদিন ঔষধ বিক্রির পর রাত সাড়ে ১১টার দিকে ছেলেকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেন কবির হোসেন। ছেলে আবিদকে নিজ মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় কবির হোসেন ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের স্বজনদের আবেদনের পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।