০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

রাজশাহী নিউ মার্কেট এলাকায় নিত্য যানজট

ডিপিডি সংবাদদাতা, রাজশাহীঃ
  • আপডেট সময়ঃ ০৭:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭১ বার পড়া হয়েছে।

ডিপিডি সংবাদদাতা, রাজশাহীঃ

রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউমার্কেট। প্রতিদিনই হাজারো মানুষের পদচারণা আর যানবাহনের ভিড়ে সরগরম এই সড়ক। এর মধ্যেই সম্প্রতি নির্মিত হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন ‘থিম অমর প্লাজা’। কিন্তু ভবনটির সামনে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় এখন এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে যানজট ও জনভোগান্তি।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সড়ক অংশে যানজট লেগেই থাকে। ক্রেতা-সাধারণ বাজার করতে এসে গাড়ি থামালেই রাস্তার গতি থেমে যায়। পণ্য ওঠানো-নামানো কিংবা যাত্রী ওঠানামার সময় পুরো সড়ক প্রায় অচল হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী গন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভবনটার সামনে যদি সামান্য জায়গাও খালি থাকত তাহলে এত ভোগান্তি হতো না। এখন দোকানে মাল আনতে গেলে বা ক্রেতারা গাড়ি দাঁড় করালেই রাস্তা বন্ধ হয়ে যায়।”

একই অভিযোগ তুলেছেন পথচারীরাও। তাদের মতে, ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় হেঁটে চলাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী বড় ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণে যথাযথ setback বা সামনে খোলা জায়গা রাখা বাধ্যতামূলক। এসব নীতিমালা অমান্য করলে শুধু যানজট নয়, জরুরি পরিস্থিতিতেও (যেমন অগ্নিকাণ্ড বা অ্যাম্বুলেন্স প্রবেশ) ভয়াবহ বিপদের ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ভবনটির অনুমোদিত নকশা পর্যালোচনা করা হবে এবং নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, নিউমার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পদক্ষেপ নিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে নগর পরিকল্পনার নিয়ম কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নিউ মার্কেট এলাকায় নিত্য যানজট

আপডেট সময়ঃ ০৭:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডিপিডি সংবাদদাতা, রাজশাহীঃ

রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা নিউমার্কেট। প্রতিদিনই হাজারো মানুষের পদচারণা আর যানবাহনের ভিড়ে সরগরম এই সড়ক। এর মধ্যেই সম্প্রতি নির্মিত হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন ‘থিম অমর প্লাজা’। কিন্তু ভবনটির সামনে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় এখন এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে যানজট ও জনভোগান্তি।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সড়ক অংশে যানজট লেগেই থাকে। ক্রেতা-সাধারণ বাজার করতে এসে গাড়ি থামালেই রাস্তার গতি থেমে যায়। পণ্য ওঠানো-নামানো কিংবা যাত্রী ওঠানামার সময় পুরো সড়ক প্রায় অচল হয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী গন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভবনটার সামনে যদি সামান্য জায়গাও খালি থাকত তাহলে এত ভোগান্তি হতো না। এখন দোকানে মাল আনতে গেলে বা ক্রেতারা গাড়ি দাঁড় করালেই রাস্তা বন্ধ হয়ে যায়।”

একই অভিযোগ তুলেছেন পথচারীরাও। তাদের মতে, ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় হেঁটে চলাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী বড় ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণে যথাযথ setback বা সামনে খোলা জায়গা রাখা বাধ্যতামূলক। এসব নীতিমালা অমান্য করলে শুধু যানজট নয়, জরুরি পরিস্থিতিতেও (যেমন অগ্নিকাণ্ড বা অ্যাম্বুলেন্স প্রবেশ) ভয়াবহ বিপদের ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ভবনটির অনুমোদিত নকশা পর্যালোচনা করা হবে এবং নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, নিউমার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পদক্ষেপ নিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে নগর পরিকল্পনার নিয়ম কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।