রাজশাহী দুর্গাপুরের শর্ট-সার্কিটের আগুনে দুটি দোকান পুড়ে ছাই
- আপডেট সময়ঃ ০৯:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে।

দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান পুরে ছাই প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২ টার দিকে উপজেলা ঝালুকা ইউপির আমগাছী বাজার অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রথমে ফরিদ উদ্দিনের মোটরসাইকেলে গ্যারেজে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে, এতে দুটি পুরাতন মোটরসাইকেল ও ৩০ টি নতুন বাইসাইকেল, ৩ টি ভ্যানের ব্যাটারী পুরে যায়, দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের লেলিহান শিখা পাশের, শরিফের মুদি দোকানে ছড়িয়ে পড়ে সবকিছু জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্গাপুর ইউনিটের সদস্যরা কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শাহীন জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে,
ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা ধারণা করছি , ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়েছে।

















