১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রাবি প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০২:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে।

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এ ইশতেহার পাঠ করেন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সংস্কৃতির বৈচিত্র্যায়ন এবং চিকিৎসা কেন্দ্র আধুনিকায়নসহ নানা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এদিকে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। প্রচারপত্র বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

একই সময়ে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসে প্রচার চালান। তবে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। উল্লেখ্য, ছাত্রদল প্যানেল ইতোমধ্যেই ঘোষণা করা হলেও তারা এখনও কোনো ইশতেহার প্রকাশ করেনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

আপডেট সময়ঃ ০২:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এ ইশতেহার পাঠ করেন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সংস্কৃতির বৈচিত্র্যায়ন এবং চিকিৎসা কেন্দ্র আধুনিকায়নসহ নানা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এদিকে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। প্রচারপত্র বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

একই সময়ে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসে প্রচার চালান। তবে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। উল্লেখ্য, ছাত্রদল প্যানেল ইতোমধ্যেই ঘোষণা করা হলেও তারা এখনও কোনো ইশতেহার প্রকাশ করেনি।