মানব কল্যাণে ধর্ম , আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা – যুগ্ন সচিব
- আপডেট সময়ঃ ১১:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে।

ডিপিডি বিশেষ প্রতিবেদক :
মানব কল্যাণে ধর্ম। আমার বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আমি বিভাজনে বিশ্বাস করিনা। সংখ্যালঘু বলে কাউকে কখনও ছোট না করি। সবাই বাংলাদেশের নাগরিক।
সবার মর্যাদা সমান। আমি আপনাদেরই লোক।
শুক্রবার (০৩-১০-২০২৫) সন্ধ্যার পর বাঘা বাজারে ব্যবসায়ী ও কুলি-শ্রমিক সংগঠনের এক আনুষ্ঠানিকতায় মতবিনিময়কালে একথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। পরে শ্রমিক সংগঠনকে একটি আলমিরা ও ১০টি চেয়ার উপহার দেন।
উপস্থিত ছিলেন,বাঘা বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক, বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা,জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বিএনপির নেতা আসলাম সর্দার, সাবেক ছাত্র নেতা মজিবর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য ছাত্রদলের সাবেক নেতা আল-আমিন জমাদার, তানভির আহমেদ,শরিফুল ইসলাম, মিঠু, রবিউল প্রমুখ।

















