বাগমারায় জুলাই আন্দোলনে শহীদ রায়হানের কবর জিয়ারত
- আপডেট সময়ঃ ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় শহীদ আলি রায়হানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী ৪( বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।
উল্লেখ্য যে, আলী রায়হান জুলাই আন্দোলনে ৫ আগস্ট রাজশাহী তে গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট ইন্তেকাল করেন তিনি। শহীদ আলি রায়হান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার গ্রামের বাড়ি বাগমারার তাহেরপুর বাজারের পাশে।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আমির মাস্টার কামরুজ্জামান হারুন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবাণীগঞ্জ পৌরসভার আমির মোঃ আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌরসভার আমির অধ্যাপক সহিদুজ্জামান মীর সহ জামায়াতের নেতৃবৃন্দ।



















