দূর্গাপুরে বাঁকা পথে ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সিএনজি’র ধাক্কায় ভ্যান চালক সহ ৩জন আহত
- আপডেট সময়ঃ ০২:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১০৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে বাঁকা পথে সর্বোচ্চ গতিতে ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সিএনজির ধাক্কায় ৩জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলোঃ উপজেলা কিশোরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী সিমা বেগম (৪৫), মহাসিন আলীর পুত্র নজরুল ইসলাম ও শ্রীধরপুর গ্রামের বায়েজিদ আলীর পুত্র জহুরুল (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার ক্ষ্মিদ্র লক্ষ্মীপুর গ্রামের বাঁকা পথে সর্বোচ্চ গতিতে সিএনজিকে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ভ্যান ধাক্কা মেরে রাস্তার পাশে পুকুরের ফেলে দেয় এতে ঘটনাস্থলেই ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে স্থানীয় সূত্রে জানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, বাঁকা পথের রাস্তায় এর আগে ২০ থেকে ২৫ টি অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে দুই একজন মারা গিয়েছে কিন্তু এর কোন সমাধান নেই।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপির সদস্য জিয়াউর রহমান জিয়া তার সাথে কথা বললে তিনি বলেন রাস্তার দুই পাশে রোড সাইনবোর্ড লাগালে হয়তো আরেক পাশ থেকে আসা গাড়িগুলো সাবধানে পথ চলতে পারতো।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

















