জাকসু নির্বাচন ছাত্রীদের ভোটকেন্দ্রে পুরুষ সাংবাদিক প্রবেশে বাধা
- আপডেট সময়ঃ ০১:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে।

ডিপিডি ঢাকা অফিসঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রীদের ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে সকালেই সাংবাদিকরা বিভিন্ন ছাত্রীদের হলে প্রবেশে বাধার মুখে পড়েন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্রী হলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু না হওয়ায় শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু অভিযোগ করে বলেন, সাংবাদিকরা ছাত্রীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ব। সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, না হলে এই নির্বাচন স্বচ্ছতা হারাবে।
প্রার্থীরা মনে করছেন, গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার সীমিত করা হলে নির্বাচনের উপর আস্থাহীনতা তৈরি হতে পারে।
ছাত্রীদের হলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বাধা দেয়ার কোন ধরনের নির্দেশনা নেই। তবে আমরা ছাত্রীদের হলগুলোতে নারী সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশি উৎসাহ দিচ্ছি। পুরুষ সাংবাদিকদের কম প্রবেশের জন্য বলা হচ্ছে।
তিনি বলেন, নারী সাংবাদিকদের অনুপস্থিতিতে যদি কোন পুরুষ সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে চান তবে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে যদি বাধা দেয়ার কোনো সুস্পষ্ট অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, নারী সাংবাদিকদের অনুপস্থিতিতে যদি কোন পুরুষ সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে চান তবে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে যদি বাধা দেয়ার কোনো সুস্পষ্ট অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, আমরা সকালে একবার কেন্দ্র পরিদর্শন করেছি। কিছুক্ষণের মধ্যেই আবার কেন্দ্রগুলো পরিদর্শনে যাব। তখন আমরা নির্দেশনা দিয়ে আসবো – যাতে সাংবাদিকদের বাধা দেয়া না হয়। আমরা আপনাদের সহযোগিতা চাই। স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে চাই।


















