রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার আনিন্দ্য ও তার দুই সহযোগীর ৫ দিনের রিমান্ড
- আপডেট সময়ঃ ০৫:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তার দুই সহযোগী রবিন ও ফয়সালের পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত।
১৭ আগষ্ট রোববার বেলা ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ হাজির করে তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চাইলে শুনানী শেষে বিচারক মামুনুর রশিদ তিনজনের ৫দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
প্রসঙ্গতঃ ১৫ আগষ্ট শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ১৬ আগষ্ট শনিবারস বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।


















