দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার বিচারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের ওপর হামলার বিচারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার সিংগাবাজার কেন্দ্রিয় মসজিদের সামনে সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু’র চেম্বারের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা একত্রিত হয়।
পরে সেখানে গত ২৯ আগষ্ট বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি মূলক সভায় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের ওপর হামলার বিচারের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে বক্তারা বলেন, হামলার এক সপ্তাহ পার হলেও এখনো এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোন আইনগত ব্যবস্থা নেয়নি। অনতিবিলম্বে এই হামলার ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নেওয়ার জোরদাবী জানানো হয়।
সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র জনাব মো: সাইদুর রহমান মুন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ্, উপজেলা বিএনপির সদস্য ও আজাদ রেজাউল করিম রেজা।
উপস্থিত ছিলেন ৪ নং দেলাবাড়ী সাবেক সভাপতি মোঃ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আালী মাস্টার , উপজেলা বিএনপির সদস্য রবিউল খান রবিন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক রতন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাইনুল হক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রাজীব, আলসাইফ জীবন, নাইমুর রহমান জয়, নাসির হোসেন বিদ্যুৎ, দাওকান্দি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।

















