১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

চারঘাটে সাপের কামড়ে স্কুল শিক্ষক ও জামায়াত নেতার মৃত্যু

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৭:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১৩৯ বার পড়া হয়েছে।

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে মো. নাজমুল হক (৫২) নামের এক স্কুল শিক্ষক ও জামায়াত নেতা মারা গেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হক উপজেলার জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি একই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। এছাড়া তিনি চারঘাট উপজেলার জাফরপুর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে নাজমুল হক নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ বলেন, “সাপের কামড়ের পর নাজমুল হককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে সাপের কামড়ে স্কুল শিক্ষক ও জামায়াত নেতার মৃত্যু

আপডেট সময়ঃ ০৭:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে মো. নাজমুল হক (৫২) নামের এক স্কুল শিক্ষক ও জামায়াত নেতা মারা গেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হক উপজেলার জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি একই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। এছাড়া তিনি চারঘাট উপজেলার জাফরপুর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে নাজমুল হক নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ বলেন, “সাপের কামড়ের পর নাজমুল হককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।