০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

চারঘাটে ‘মেসার্স জীসান ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার খুদির বটতলা বাজার, হলিদাগাছিতে “মেসার্স জীসান ট্রেডার্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ জহুরুল ইসলাম জীবন—যিনি চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক—এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার গণমানুষের নেতা, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি জননেতা আনোয়ার হোসেন উজ্জল।

এ সময় চারঘাট উপজেলার বিভিন্ন অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন— আনোয়ার হোসেন উজ্জল বলেন,যুব সমাজের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসা জরুরি। মেসার্স জীসান ট্রেডার্স শুধু ব্যবসা নয়, চারঘাটের মানুষের কল্যাণেও ভূমিকা রাখবে।

প্রোপাইটর মোঃ জহুরুল ইসলাম জীবন বলেন, আমি রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বেকারত্ব দূরীকরণ ও ব্যবসায়িক সুযোগ বাড়াতে সচেষ্ট থাকবো। ভবিষ্যতে আমি চারঘাটের মানুষের প্রয়োজন অনুযায়ী আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।

স্থানীয় এক শিক্ষক বলেন,যুব উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। চারঘাটের উন্নয়ন ত্বরান্বিত করতে এমন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় জনগণের অভিমত—এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হয় এবং বাজারে প্রতিযোগিতা তৈরি হয়। এতে সাধারণ ক্রেতারাও উপকৃত হন।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে জীসান ট্রেডার্সের সফলতা কামনা করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ‘মেসার্স জীসান ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন

আপডেট সময়ঃ ০৭:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার খুদির বটতলা বাজার, হলিদাগাছিতে “মেসার্স জীসান ট্রেডার্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ জহুরুল ইসলাম জীবন—যিনি চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক—এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার গণমানুষের নেতা, সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি জননেতা আনোয়ার হোসেন উজ্জল।

এ সময় চারঘাট উপজেলার বিভিন্ন অঞ্চলের সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন— আনোয়ার হোসেন উজ্জল বলেন,যুব সমাজের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসা জরুরি। মেসার্স জীসান ট্রেডার্স শুধু ব্যবসা নয়, চারঘাটের মানুষের কল্যাণেও ভূমিকা রাখবে।

প্রোপাইটর মোঃ জহুরুল ইসলাম জীবন বলেন, আমি রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বেকারত্ব দূরীকরণ ও ব্যবসায়িক সুযোগ বাড়াতে সচেষ্ট থাকবো। ভবিষ্যতে আমি চারঘাটের মানুষের প্রয়োজন অনুযায়ী আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।

স্থানীয় এক শিক্ষক বলেন,যুব উদ্যোক্তাদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। চারঘাটের উন্নয়ন ত্বরান্বিত করতে এমন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় জনগণের অভিমত—এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে মানুষের কর্মসংস্থান হয় এবং বাজারে প্রতিযোগিতা তৈরি হয়। এতে সাধারণ ক্রেতারাও উপকৃত হন।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে জীসান ট্রেডার্সের সফলতা কামনা করা হয়।