চকরাজাপুর গ্রামে সংঘটিত ডাকাতি মামলার ঘটনায় লুন্ঠিত মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার-৩।
- আপডেট সময়ঃ ০৫:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় যৌথ অভিযানে অভিযুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও ডিবি টিম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে পরিদর্শক (নিঃ)/ শ্রী সুপ্রভাত মন্ডল, ওসি(তদন্ত), বাঘা থানা, রাজশাহীর নেতৃত্বে বাঘা থানা পুলিশের টীম এবং জনাব মোঃ আরিফুর রহমান, ইনচার্জ, ডিবি, রাজশাহীর নেতৃত্বে ডিবি পুলিশের টীম যৌথ ভাবে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
বাঘা থানার চকরাজাপুর গ্রামে সংঘটিত গৃহ ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত ১। মোঃ তুহিন মালিথা(৩০), ২। মোঃ শিপন আলী ওরফে কালু(৩০) ও ৩। মোঃ ইসরাফিল ওরফে আশরাফুল ইসলাম(৪২) গণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি অপ্পো মোবাইল ফোন, নগদ ৯,৭০০/- (নয় হাজার সাতশত) টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ টি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অদ্য ০৩ সেপে্টম্বর ২০২৫ তারিখে গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















