০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

এস্থেটিক এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় আসছে শর্ট ফিল্ম “মায়ের অবাধ্য ছেলে”

ডিপিডি বিনোদন ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭ বার পড়া হয়েছে।

ডিপিডি বিনোদন ডেক্সঃ

মায়ের ত্যাগ, সন্তানের অবাধ্যতা আর সমাজ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক “মায়ের অবাধ্য ছেলে”। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে প্রথমবারের মত থাকছেন ফিলিয়াপস হোসেন। খুব শিঘ্রই এটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রযোজনায় রয়েছে এস্থেটিক এন্টারটেইনমেন্ট। শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ডাক্তার বাড়িতে।

অভিনয়ে রয়েছেন ফিলিয়াপস হোসেন ও খান রশ্নি। তাঁদের পাশাপাশি আরো অভিনয় সাবিনা রুনি, রাজ্জাক রাজ, লামিয়া আক্তার ও মোনা মন্ডলসহ আরও অনেকে। বহুমুখী চরিত্রে অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন পরিচালক।

গল্পে দেখা যাবে, এক বিধবা মা সীমাহীন কষ্ট সহ্য করে সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তোলেন। মায়ের স্বপ্ন পূরণ হয় সন্তানের বড় চাকরির মাধ্যমে। কিন্তু সফলতার শীর্ষে গিয়ে সেই ছেলে ভুলে যায় মায়ের ত্যাগ, এমনকি সম্পর্কও ছিন্ন করে ফেলে। সমাজ বাস্তবতার সঙ্গে মিশে থাকা এই গল্প দর্শকের হৃদয়ে নাড়া দেবে বলেই নির্মাতার প্রত্যাশা।

পরিচালক সাইফুল ইসলাম বলেন, “এ নাটকে আমরা শুধু বিনোদন নয়, জীবনের সত্যিটুকু ফুটিয়ে তুলতে চেয়েছি। মা-সন্তানের সম্পর্কের টানাপোড়েন থেকে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”

প্রযোজনা প্রতিষ্ঠান এস্থেটিক এন্টারটেইনমেন্ট জানিয়েছে, নাটকটি খুব শিঘ্রই দর্শকদের সামনে আসবে এবং প্রচারের সময়সূচি শিঘ্রই ঘোষণা করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

এস্থেটিক এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় আসছে শর্ট ফিল্ম “মায়ের অবাধ্য ছেলে”

আপডেট সময়ঃ ০৭:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডিপিডি বিনোদন ডেক্সঃ

মায়ের ত্যাগ, সন্তানের অবাধ্যতা আর সমাজ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক “মায়ের অবাধ্য ছেলে”। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে প্রথমবারের মত থাকছেন ফিলিয়াপস হোসেন। খুব শিঘ্রই এটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রযোজনায় রয়েছে এস্থেটিক এন্টারটেইনমেন্ট। শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ডাক্তার বাড়িতে।

অভিনয়ে রয়েছেন ফিলিয়াপস হোসেন ও খান রশ্নি। তাঁদের পাশাপাশি আরো অভিনয় সাবিনা রুনি, রাজ্জাক রাজ, লামিয়া আক্তার ও মোনা মন্ডলসহ আরও অনেকে। বহুমুখী চরিত্রে অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন পরিচালক।

গল্পে দেখা যাবে, এক বিধবা মা সীমাহীন কষ্ট সহ্য করে সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তোলেন। মায়ের স্বপ্ন পূরণ হয় সন্তানের বড় চাকরির মাধ্যমে। কিন্তু সফলতার শীর্ষে গিয়ে সেই ছেলে ভুলে যায় মায়ের ত্যাগ, এমনকি সম্পর্কও ছিন্ন করে ফেলে। সমাজ বাস্তবতার সঙ্গে মিশে থাকা এই গল্প দর্শকের হৃদয়ে নাড়া দেবে বলেই নির্মাতার প্রত্যাশা।

পরিচালক সাইফুল ইসলাম বলেন, “এ নাটকে আমরা শুধু বিনোদন নয়, জীবনের সত্যিটুকু ফুটিয়ে তুলতে চেয়েছি। মা-সন্তানের সম্পর্কের টানাপোড়েন থেকে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”

প্রযোজনা প্রতিষ্ঠান এস্থেটিক এন্টারটেইনমেন্ট জানিয়েছে, নাটকটি খুব শিঘ্রই দর্শকদের সামনে আসবে এবং প্রচারের সময়সূচি শিঘ্রই ঘোষণা করা হবে।