আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে না বসার দাবি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের
- আপডেট সময়ঃ ০২:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।
ডিপিডি ঢাকা অফিসঃ
জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস এবং আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকে না বসার দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবিতে চিকিৎসকদের সংহতি প্রকাশ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ তামাকজাত পণ্যের ব্যবহার। এই কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ অকালে মারা যায়।
আরও পড়ুন: তামাককে মাদকদ্রব্য ঘোষণার দাবি প্রতিরোধযোগ্য এই মৃত্যু কমাতে এবং তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস করার দাবি জানান তারা। সেইসঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকে না বসার দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

















