মান্দায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও সরঞ্জাম জব্দ
- আপডেট সময়ঃ ০৭:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৯৩ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রঞ্জু মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট কাটপট্টি এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অসীমের বাড়ি থেকে ২/৩ লিটার চোলাই মদসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং মৃত খালেকের স্ত্রী পলি ও তার মেয়ে শিউলির বাড়ি থেকে প্রায় ২৫/৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসীম, পলি ও শিউলি চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মদের এই চালান জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা-নিয়ামতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান, এসআই শামীম হোসেন সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
পরে উদ্ধারকৃত চোলাই মদ ও সরঞ্জামসমূহ ধ্বংস করে ফেলা হয়। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















