বাঘায় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম মিঠু’র ত্রান বিতরন
- আপডেট সময়ঃ ০৯:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বাঘা (রাজশাহী):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর নির্দেশনায় বাঘার চক রাজাপুরের বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে এবং তাদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে সুদুর আমেরিকা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন
বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম মিঠু।
তার সার্বিক ব্যবস্থাপনায় নেতাকর্মীগণ ট্রলারযোগে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের পলাশী ফতেপুর, আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর ও লক্ষীনগর নীচ পাড়া এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় আমিনুল ইসলাম মিঠু বলেন, তারুণ্যের অহংকার, জিয়া পরিবারের উত্তরসূরী, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ তারেক রহমান দেশের সকল বানভাসি
দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বন্যায় বর্তমানে চকরাজাপুর ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রতীয়মান হয়েছে। তাদের এই দুঃখ-দুর্দশা গোচরীভূত হওয়াই অসহায় ও দুস্থ মানুষের কষ্টের পাশে দাঁড়ানোই বিএনপির মুল উদ্দেশ্য এবং বিএনপি সব সময় জনগণের পাশে থেকেই কাজ করে। বানভাসি মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করার জন্য তিনি সকল বিত্তবান মানুষদের প্রতি উদার্ত আহবান জানিয়েছেন।
আমিনুল ইসলাম মিঠু’র সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, বিশিষ্ট সমাজ সেবক হায়দার আলী মিলিটারী, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, রাজশাহী জেলা যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ , জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা কৃষকদলের সদস্য সচিব স্বপন সরকার, কৃষক দল নেতা রবিউল ইসলাম, যুবনেতা আব্দুল হালিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















