নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে প্রবাস ফেরত কৃষকের মৃত্যু
- আপডেট সময়ঃ ০২:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে এক প্রবাস ফেরত এক কৃষকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত কৃষক আবু তালেব (৬০) বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।
জানাযায়, রবিবার (১৭ আগষ্ট)
বাহিমালী বিলে ফসলী ধানের জমিতে কাজ করছিলেন আবু তালেব। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কৃষক আবু তালেবের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানাযায়, বজ্রপাতে নিহত
আবু তালেব ৫বছর প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসে এবং নিজ জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক পথের দিশাকে বলেন, বজ্রপাতে নিহত আবু তালেবের পরিবার থেকে লাফটি দাফন করার জন্য থানায় অনুমতি নিতে আসলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে দাফনের অনুমতি দেয়া হয়।

















