১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

দুর্গাপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

রাজশাহী ও দুর্গাপুর প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৯:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬১ বার পড়া হয়েছে।

রাজশাহী ও দুর্গাপুর প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন ৫ দুর্গাপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।

মূঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা গেট থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা বাজার, শালঘড়িয়া মোড়, আমগাছি বাজার হয়ে কাঠালবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়, সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাহিদুল হক বিদয় বলেন, “গত ১৭ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়েছে, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি করেছে, এখন প্রয়োজন একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার।

কর্মসূচিতে স্থানীয় যুবদল ও ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন, তারা সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করে আশ্বস্ত করেন যে, বিএনপি রাজনৈতিকভাবে প্রস্তুত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

আপডেট সময়ঃ ০৯:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী ও দুর্গাপুর প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন ৫ দুর্গাপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়।

মূঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা গেট থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা বাজার, শালঘড়িয়া মোড়, আমগাছি বাজার হয়ে কাঠালবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়, সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাহিদুল হক বিদয় বলেন, “গত ১৭ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়েছে, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি করেছে, এখন প্রয়োজন একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার।

কর্মসূচিতে স্থানীয় যুবদল ও ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন, তারা সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করে আশ্বস্ত করেন যে, বিএনপি রাজনৈতিকভাবে প্রস্তুত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকবে।