বাঘার আড়ানীতে চুরি করে পালানোর একচোর আটক, গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী

- আপডেট সময়ঃ ১২:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

প্রতিবেদক,বাঘা (রাজশাহী)
রাজশাহীর বাঘায় বাসাবাড়িতে তালা ভেঙ্গে চুরিকরে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে চোর। পরে চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার আড়ানীর উত্তর সোনাদহ্ গ্রামে, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাসায়। জানাযায়, (মঙ্গলবার) ১২ আগস্ট দুপুরে
বাঘা উপজেলার আড়ানীর উত্তর সোনাদহ্ গ্রামে, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাসায় ২ জন ব্যক্তি প্রাচীর টপকে বাসার ভিতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে নগদ ২৫,০০০ টাকা, আনুমানিক ৩ ভরি স্বর্ণ চুরে করেন। চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টের পেলে তাদের আটক করেন, ২ জন চুরির সাথে জড়িত থাকলেও একজন কৌশলে পালিয়ে যায় কিন্তু বরকত আলী(৫৫) আরেক চোরকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ্দ করে গ্রামবাসী । চোরদের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা মুক্তারপুর গ্রামে ।
বাঘা থানার অফিসার ইনচার্জ আ, ফ, ম আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘা থানা পুলিশ।
চুরির সাথে জড়িত থাকা এক চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।