বাগমারায় পিতৃহারা আফরোজার পড়াশোনার দায়িত্ব নিলেন ডাঃ আব্দুল বারী

- আপডেট সময়ঃ ০৭:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

শামীম রেজা, বাগমারা, রাজশাহীঃ
সড়ক দুর্ঘটনায় পিতৃহারা মেধাবী শিক্ষার্থী আফরোজার পড়াশোনার দায়িত্ব নিলেন রাজশাহী ৪ বাগমারা আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
জানা গেছে, উপজেলার কাচারী কোয়ালি পাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের আফজাল হোসেন প্রায় একমাস পূর্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্বামীর অকাল মৃত্যুতে দুই কন্যা শারমিন ও আফরোজা কে নিয়ে দিশেহারা হয়ে পড়েন আফজালের স্ত্রী শিউলি বেগম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ) সকালে হঠাৎ করেই মরহুম আফজালের বাড়িতে উপস্থিত হন বাগমারার প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুল বারী। আফজালের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন ও সমবেদনা প্রকাশ করেন তিনি। এসময় ডাঃ আব্দুল বারী দূর্ঘটনার শিকার পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং নিহত আফজালের ছোট কন্যা অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আফরোজার পড়াশোনার সার্বিক দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার ঘোষণা দেন।
ডাঃ আব্দুল বারীর ঘনিষ্ঠ একটি সূত্র গনমাধ্যমকে জানান, অনেক আগে থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন তিনি।এই উদ্দেশ্যে নিজ অর্থায়নে মাসিক শিক্ষা বৃত্তি চালু করেছেন ডাঃ বারী।এই শিক্ষা বৃত্তির মাধ্যমে গত পনেরো বছরে বাগমারার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপকৃত হয়েছেন এবং পড়াশোনা চালিয়ে নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের আমীর মাওলানা আবু তালেব, সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।