১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৩:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে।

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে নুরুল হুদা (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নুরুল হুদা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার নং- ৬৬/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে ও ভাগনা বাড়ীর পাশে গাছের আম কুড়ানোর জন্য গেলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপরতে থাকা নুরুল হুদা দুজনের গলায় চাকু ধরে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী তার মেয়ে ও ভাগিনাতে খোঁজাখুঁজির করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পার্শ্বে তুলসীগঙ্গা নদী ধারে গেলে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে একটি ঝোপ থেকে কান্নাকাটি করে শিশু দুজন বের হয়ে আসে। সেখানে দুজনকে চাকু দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ বিষয়ে নুরুল হোদা বলেন, ঘটনার দিনে আমি ওই পথে বাড়ীর ফিরছিলাম। পথেই বাচ্চারা খেলাধুলা করছিল, আমি তাদের কিছু না বলে বাড়ীতে চলে আসি। পরে জানতে পারি শিশুটির বাবা বাদি হয়ে আমার নামে মামলা করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।

পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এ বিষয়ে আদালত থেকে একটি কাজ এসেছে। আমরা তদন্তের মাধ্যমে যথাসময়ে আদালতে প্রেররণ করবো।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময়ঃ ০৩:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে নুরুল হুদা (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নুরুল হুদা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র।
এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। যার নং- ৬৬/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে ও ভাগনা বাড়ীর পাশে গাছের আম কুড়ানোর জন্য গেলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপরতে থাকা নুরুল হুদা দুজনের গলায় চাকু ধরে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী তার মেয়ে ও ভাগিনাতে খোঁজাখুঁজির করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পার্শ্বে তুলসীগঙ্গা নদী ধারে গেলে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে একটি ঝোপ থেকে কান্নাকাটি করে শিশু দুজন বের হয়ে আসে। সেখানে দুজনকে চাকু দেখিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ বিষয়ে নুরুল হোদা বলেন, ঘটনার দিনে আমি ওই পথে বাড়ীর ফিরছিলাম। পথেই বাচ্চারা খেলাধুলা করছিল, আমি তাদের কিছু না বলে বাড়ীতে চলে আসি। পরে জানতে পারি শিশুটির বাবা বাদি হয়ে আমার নামে মামলা করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।

পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান বলেন, এ বিষয়ে আদালত থেকে একটি কাজ এসেছে। আমরা তদন্তের মাধ্যমে যথাসময়ে আদালতে প্রেররণ করবো।