বাঘায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও’র ঢেউটিন বিতরণ
- আপডেট সময়ঃ ১১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘায় বাড়ীর পাশে পার্কিং করে রাখা সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫টি বসত বাড়ী পুড়ে ছাঁই হয়ে গেছে। ১০সেপ্টেম্বর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। পরিদর্শন শেষে গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরন করেছেন। এছাড়াও অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা কমপ্লেক্স এ মোঃ আসকান আলী (৫৮), মোঃ লকিম উদ্দিন (৫২), মোঃ হাসমত আলী (৪২) ও মোঃ আসাদুল ইসলাম (৩৮) সর্ব পিতা মৃত আমির হোসেন মিস্ত্রি’ কে ২ বান করে সর্বমোট ৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার বলেন, অগ্নিকান্ডে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তাদের আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

















