১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

বীরগঞ্জে খাদ্য অধিদপ্তরের ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে।

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সেখানে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে । এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কাটা নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল) থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসে। সরকারিভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করে বাজারে কালোবাজারি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বীরগঞ্জে খাদ্য অধিদপ্তরের ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময়ঃ ১০:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সেখানে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে । এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কাটা নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল) থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসে। সরকারিভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করে বাজারে কালোবাজারি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।