১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

চারঘাটে জামায়াতের গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ 
  • আপডেট সময়ঃ ০৭:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। হাজার হাজার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মোঃ মইনুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ শফিকুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা মজলিসে শূরা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৮ সালের ১/১১ এর ষড়যন্ত্র থেকে শুরু করে ২০১৪ ও ২০১৮ সালের প্রহসনের নির্বাচন এবং ২০২৪ সালের একদলীয় নির্বাচন দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে একটি মেধাহীন রাষ্ট্র গঠনের অপচেষ্টা চলছে, যা দেশের ছাত্রসমাজ ও জনগণ মেনে নেয়নি এবং এর প্রতিবাদেই শুরু হয়েছিল গণঅভ্যুত্থান।

বক্তারা আরও বলেন, সরকার জনগণের অধিকার হরণ করে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়। প্রধান অতিথি জনগণের মধ্যে শহীদদের চেতনা ধারণ করে একটি কল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে জামায়াতের গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। হাজার হাজার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মোঃ মইনুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ শফিকুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা মজলিসে শূরা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৮ সালের ১/১১ এর ষড়যন্ত্র থেকে শুরু করে ২০১৪ ও ২০১৮ সালের প্রহসনের নির্বাচন এবং ২০২৪ সালের একদলীয় নির্বাচন দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে একটি মেধাহীন রাষ্ট্র গঠনের অপচেষ্টা চলছে, যা দেশের ছাত্রসমাজ ও জনগণ মেনে নেয়নি এবং এর প্রতিবাদেই শুরু হয়েছিল গণঅভ্যুত্থান।

বক্তারা আরও বলেন, সরকার জনগণের অধিকার হরণ করে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়। প্রধান অতিথি জনগণের মধ্যে শহীদদের চেতনা ধারণ করে একটি কল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।