বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

- আপডেট সময়ঃ ১২:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে।

প্রতিবেদক,বাগমারাঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টাশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে তোর এখন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, সহকারি অধ্যাপক ওহিদুল ইসলাম, আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, মুশতারী আঁখি। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তথ্য আপা আঁখি আক্তার। আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভার পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালীটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।