রাজশাহী জেলা প্রশাসক মহোদয়ের দুর্গাপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন

- আপডেট সময়ঃ ০৯:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান ও এম আর মানিকঃ
রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
সকল কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের নিকট সন্তোষ প্রকাশ করেন৷
বৃহস্পতিবার (৭আগষ্ট) সকাল ৯টায় জেলা প্রশাসক মহোদয় দুর্গাপুর উপজেলায় পৌছালে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
তিনি উপজেলার লক্ষণখলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচুবাড়ি উচ্চ বিদ্যালয়, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়,
দেবীপুর উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর থানা, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিংগাহাট ভূমি অফিস, দেবীপুর আশ্রয়ন প্রকল্প, ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাশ গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস সব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, দুর্গাপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত পাঠাগার জ্ঞানপিড়ি’র উদ্বোধন করেন।
পরিদর্শন কালে জেলা প্রশাসক আফিয়া আখতার মহোদয়ের সাথে ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা প্রকৌশলী মাসুক – ই মোহাম্মদ মাসুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আ,ন,ম রাকিবুল ইউসুফ, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হুদা, দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী চলতি দায়িত্ব শাহাবুল হক, দুর্গাপুর পৌরসভার কার্যসহকারী শ্রী রতন কুমার, বক্তিয়ারপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলাউদ্দিন, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নওশাদ আলী, উপজেলার স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ সহ দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান গন ও স্থানীয় সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আফিয়া আখতার সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন শেষে দুর্গাপুর স্থানীয় সাংবাদিকদের কাছে সকল কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।