০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • আপডেট সময়ঃ ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৬২ বার পড়া হয়েছে।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১৪ শ্রাবণ ২৯ জুলাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা শ্রদ্বেয়  মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা  ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম, উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি আবুল হাশেম, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। কোরআন তিলাওয়াত – নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা। মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন, শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ, মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

আপডেট সময়ঃ ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১৪ শ্রাবণ ২৯ জুলাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা শ্রদ্বেয়  মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা  ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম, উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি আবুল হাশেম, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। কোরআন তিলাওয়াত – নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা। মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন, শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ, মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।