০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

সৌদি প্রো লিগে দাপুটে সূচনা করেছে ক্রিস্তিয়ানো রোনালদো

ডিপিডি স্পোর্টস ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে।

ডিপিডি স্পোর্টস ডেক্সঃ
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দাপুটে সূচনা করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। বুরায়দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) আল তাওউনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে দলটি। অভিষেক ম্যাচেই আলো ছড়ান নতুন সাইনিং হোয়াও ফেলিক্স, করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বাকি দুই গোল করেন রোনালদো ও কিংসলে কোমান।

নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে নতুন রূপে হাজির হয় আল নাসরের আক্রমণভাগ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে রিয়াদভিত্তিক ক্লাবটি। ম্যাচের সপ্তম মিনিটেই বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ৬৬ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এর এক মিনিট পরেই কোমানের গোল স্কোরলাইন দাঁড় করায় ৩-০ তে।

দ্বিতীয়ার্ধে আরো উজ্জ্বল হয়ে ওঠেন ফেলিক্স। ৬৭ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে করেন নিজের দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে ভাগ্যের সহায়তায় গোললাইন অতিক্রম করা বলেই সম্পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ফলে প্রথম ম্যাচেই ব্যক্তিগত কৃতিত্বের পাশাপাশি আল নাসরকে এনে দেন মৌসুমের সবচেয়ে বড় জয়ের স্বাদ।

এই জয় রোনালদোর জন্যও বিশেষ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন ‘সিআর সেভেন।’ ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়াল ৯৪০-এ। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখনো প্রয়োজন ৬০ গোল। ৪০ বছর বয়স পার করে এখন পর্যন্ত ৪০ গোলেরও বেশি অবদান রেখেছেন তিনি। ট্রান্সফারমার্কেটের হিসাবে, পেনাল্টি থেকে তার গোলসংখ্যা এখন ১৭৬।

মৌসুমের প্রথম ম্যাচে এমন একতরফা জয় আল নাসরকে তুলেছে লিগ টেবিলের শীর্ষে। নতুন মৌসুমের শুরুতেই দলটি জানিয়ে দিল শিরোপার দৌড়ে তারা থাকবে অন্যতম ফেভারিট। আন্তর্জাতিক বিরতির পর ১৪ সেপ্টেম্বর রাতে আল খোলুদের বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচ খেলবে আল নাসর।

অন্যদিকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও ব্যস্ত সময় কাটাতে হবে রোনালদোকে। ৬ সেপ্টেম্বর শনিবার আর্মেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর ১০ সেপ্টেম্বর বুধবার তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সৌদি প্রো লিগে দাপুটে সূচনা করেছে ক্রিস্তিয়ানো রোনালদো

আপডেট সময়ঃ ০৯:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ডিপিডি স্পোর্টস ডেক্সঃ
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দাপুটে সূচনা করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। বুরায়দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) আল তাওউনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে দলটি। অভিষেক ম্যাচেই আলো ছড়ান নতুন সাইনিং হোয়াও ফেলিক্স, করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বাকি দুই গোল করেন রোনালদো ও কিংসলে কোমান।

নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে নতুন রূপে হাজির হয় আল নাসরের আক্রমণভাগ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে রিয়াদভিত্তিক ক্লাবটি। ম্যাচের সপ্তম মিনিটেই বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ৬৬ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এর এক মিনিট পরেই কোমানের গোল স্কোরলাইন দাঁড় করায় ৩-০ তে।

দ্বিতীয়ার্ধে আরো উজ্জ্বল হয়ে ওঠেন ফেলিক্স। ৬৭ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে করেন নিজের দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে ভাগ্যের সহায়তায় গোললাইন অতিক্রম করা বলেই সম্পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ফলে প্রথম ম্যাচেই ব্যক্তিগত কৃতিত্বের পাশাপাশি আল নাসরকে এনে দেন মৌসুমের সবচেয়ে বড় জয়ের স্বাদ।

এই জয় রোনালদোর জন্যও বিশেষ। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন ‘সিআর সেভেন।’ ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়াল ৯৪০-এ। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখনো প্রয়োজন ৬০ গোল। ৪০ বছর বয়স পার করে এখন পর্যন্ত ৪০ গোলেরও বেশি অবদান রেখেছেন তিনি। ট্রান্সফারমার্কেটের হিসাবে, পেনাল্টি থেকে তার গোলসংখ্যা এখন ১৭৬।

মৌসুমের প্রথম ম্যাচে এমন একতরফা জয় আল নাসরকে তুলেছে লিগ টেবিলের শীর্ষে। নতুন মৌসুমের শুরুতেই দলটি জানিয়ে দিল শিরোপার দৌড়ে তারা থাকবে অন্যতম ফেভারিট। আন্তর্জাতিক বিরতির পর ১৪ সেপ্টেম্বর রাতে আল খোলুদের বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচ খেলবে আল নাসর।

অন্যদিকে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও ব্যস্ত সময় কাটাতে হবে রোনালদোকে। ৬ সেপ্টেম্বর শনিবার আর্মেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর ১০ সেপ্টেম্বর বুধবার তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি।