সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

- আপডেট সময়ঃ ০৩:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে।

প্রতিবেদক মোঃ মনিরুল ইসলাম ও এম আর মানিক
গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম, নৃশংসভাবে হত্যার ঘটনা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাংবাদিগন। এ সময় সাংবাদিকগন এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ চত্বরে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এতে দুর্গাপুর উপজেলা ছাড়াও জেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সহ-সভাপতি আবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল নবী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাবেক সাধারণ সম্পাদক মিজান মাহী, রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম স্বপন, মুন্না ইসলাম আগুন, মোঃ মনিরুল ইসলাম, আকাশ, সোহানুর রহমান প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকের উপরে ঘুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেই কারন সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। যাতে তুহিনের মত আর কোনো সাংবাদিক ভাইয়ের প্রাণ হারাতে না হয়।” সাংবাদিক নেতারা দাবি জানান,তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
এ সময় দূর্গাপুরে কর্মরত বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।