লালপুর থানার ওসি মমিনুজ্জামানকে বিদায় সংবর্ধনা

- আপডেট সময়ঃ ১২:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, লালপুর (নাটোর):
নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামানকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,
তিনি গত ৩ জুলাই, ২০২৫ তারিখে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে ওসি হিসেবে লালপুর থানায় পদায়িত হন। এর আগে তিনি গত ৯ এপ্রিল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তাঁকে নাটোরের সিংড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম কে লালপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছে। লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান নেতৃত্বে থানার পক্ষ থেকে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাঁকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
এসময় লালপুর থানার সেকেন্ড অফিসার এস আই আবু তাহের, এস আই সুভাষ চন্দ্র, এস আই দোলা সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।