০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে ফেন্সিডিল সহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক, রাজশাহীঃ
- আপডেট সময়ঃ ১২:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মতিউর রহমান ওরফে মতি (৫০) নগরীর মতিহার থানার খোঁজপুর এলাকার মো. হোসেন আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৯ আগস্ট) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিমন হোসাইন ও তার নেতৃত্বাধীন টিম মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক ব্যক্তি ফেনসিডিল বিক্রি করছে। পরে রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের ওই টিম সেখানে অভিযান চালিয়ে মতিউরকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ট্যাগসঃ