রাজশাহীতে মাদক মামলার পলাতক আসামী কালু গ্রেফতার

- আপডেট সময়ঃ ০২:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর কাশিয়াডাঙা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি চৌকস দল।
র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, ৪ আগস্ট (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মহবুলকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস।
র্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
এরপর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে এবং একাধিকবার অভিযান চালানো হয়।অবশেষে র্যাবের একটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত দল সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব সূত্রে আরও জানা যায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়েছিল।সে মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত মহবুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।