০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় আশুলিয়া ও কোনাবাড়ী থেকে দুই ডাকাত গ্রেফতার

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এ ডাকাতির ঘটনায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী থেকে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়ার মৃত মফজেল শেখ এর পুত্র সাজেদুল শেখ (৩৫), সিরাজগঞ্জ শাহজাদপুর বিনোটিয়ার মৃত মোজাম্মেল হকের পুত্র রুবেল (১৯)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

সিআইডি জানায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১টার দিকে বামশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত কোল্ড স্টোরেজে প্রায় ৩০-৩৫ জনের ডাকাতদল হামলা চালায়। তারা রামদা, শাবল ও হাঁসুয়া সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে।প্রথমে দুই নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রাখা হয়।পরে ট্রাক নিয়ে ভিতরে ঢুকে শ্রমিক কোয়ার্টারে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে একইভাবে বেঁধে রাখা হয়। ডাকাতরা লেবার সর্দারের রুম ও অফিস কক্ষের তালা ভেঙে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, মূল্যবান যন্ত্রপাতি সহ মোট প্রায় ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোহনপুর থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয় (মামলানং-০২/২৫)। মামলার ছায়া তদন্তে নেমে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলা ইউনিট ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুকাস কোম্পানির ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ১টি, বড় ফ্লাই রেঞ্জ ৩টি, হাতলযুক্ত লোহার হাতুড়ি ১টি, গুটি রেঞ্জ ৩টি, ডাল রেঞ্জ ২টি, প্লাস ২টি, স্ক্রু-ড্রাইভার ১টি, নাট-বোল্ট খোলার বিভিন্ন ধরণের রেঞ্জ ১৭টি, ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন ২টি। সিআইডি জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় আশুলিয়া ও কোনাবাড়ী থেকে দুই ডাকাত গ্রেফতার

আপডেট সময়ঃ ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এ ডাকাতির ঘটনায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী থেকে দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়ার মৃত মফজেল শেখ এর পুত্র সাজেদুল শেখ (৩৫), সিরাজগঞ্জ শাহজাদপুর বিনোটিয়ার মৃত মোজাম্মেল হকের পুত্র রুবেল (১৯)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পুলিশ সুপার এএএম হুমায়ুন কবীর।

সিআইডি জানায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১টার দিকে বামশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত কোল্ড স্টোরেজে প্রায় ৩০-৩৫ জনের ডাকাতদল হামলা চালায়। তারা রামদা, শাবল ও হাঁসুয়া সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান গেটের তালা ভেঙে প্রবেশ করে।প্রথমে দুই নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রাখা হয়।পরে ট্রাক নিয়ে ভিতরে ঢুকে শ্রমিক কোয়ার্টারে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে একইভাবে বেঁধে রাখা হয়। ডাকাতরা লেবার সর্দারের রুম ও অফিস কক্ষের তালা ভেঙে নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, মূল্যবান যন্ত্রপাতি সহ মোট প্রায় ৬৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোহনপুর থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয় (মামলানং-০২/২৫)। মামলার ছায়া তদন্তে নেমে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলা ইউনিট ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুকাস কোম্পানির ২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ১টি, বড় ফ্লাই রেঞ্জ ৩টি, হাতলযুক্ত লোহার হাতুড়ি ১টি, গুটি রেঞ্জ ৩টি, ডাল রেঞ্জ ২টি, প্লাস ২টি, স্ক্রু-ড্রাইভার ১টি, নাট-বোল্ট খোলার বিভিন্ন ধরণের রেঞ্জ ১৭টি, ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন ২টি। সিআইডি জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ও মহানগর সিআইডির পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন