১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনামঃ
মান্দায় চোলাই মদসহ দুইজন আটক

প্রতিবেদক, মান্দা, নওগাঁঃ
- আপডেট সময়ঃ ০৩:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, মান্দা, নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলায় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জোতবাজার নতুন ব্রিজ এলাকায় সাধারণ জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করে থানা পুলিশ ।
আটককৃতরা হলেন—উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মফের আলীর ছেলে সেকেন আলী (৪০) ও আবুল কাশেমের ছেলে মাসুদ রানা (৩০)। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন মান্দা থানার উপপরিদর্শক(এসআই) হাবিবুর রহমান। অভিযানে তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান ,আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এছাড়া, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
ট্যাগসঃ