০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডা. টিপু

মান্দা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।’ বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, শিক্ষার্থী অভিভাবক সাহের আলী, কৃতি শিক্ষার্থী মিশকাত শাকিরা, রাজিয়া সুলতানা ও আব্দুল্লাহ। বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডা. টিপু

আপডেট সময়ঃ ০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগায়। আগামীতে তারা আরও ভালো করবে। দেশ ও জাতির জন্য তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি।’ বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেনুর বেগম, বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, কলেজ শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক আনিছার রহমান, শিক্ষার্থী অভিভাবক সাহের আলী, কৃতি শিক্ষার্থী মিশকাত শাকিরা, রাজিয়া সুলতানা ও আব্দুল্লাহ। বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।#