বায়ুদূষণের কারণে কমে যাচ্ছে বাংলাদেশিদের গড় আয়ু

- আপডেট সময়ঃ ০৯:২৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।

ডিপিডি ডেক্সঃ
বাংলাদেশিদের গড় আয়ু কমে যাচ্ছে বায়ুদূষণের কারণে। এমন তথ্যই প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে।
এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বহু গুণ বেশি। দেশের ১৬ কোটি ৬৮ লাখ মানুষই এমন এলাকায় বাস করছে, যেখানে বাতাস মারাত্মকভাবে দূষিত। এমনকি দেশের সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে সাত গুণ বেশি দূষণ রয়েছে।
একিউএলআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণ প্রত্যেক বাংলাদেশির জীবন থেকে বছর কেড়ে নিচ্ছে। ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে সূক্ষ্ম ধূলিকণার (পিএম ২.৫) ঘনত্ব বেড়েছে ৬৬ শতাংশেরও বেশি। এর ফলে গড় আয়ু থেকে আরও ২ দশমিক ৪ বছর কমেছে। প্রতিবেদন বলছে, ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকার মানুষের গড় আয়ু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে পৌঁছালে প্রায় ৬ দশমিক ৯ বছর বেড়ে যেতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে পৌঁছাতে পারলে গড় আয়ু বাড়বে সাড়ে ৬ বছরেরও বেশি।
এদিকে একিউএলআই বলছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও নীতি ও পদক্ষেপ এখনো খুবই দুর্বল। ঢাকার আশপাশের ইটভাটা দীর্ঘদিন ধরেই দূষণের প্রধান উৎস। এছাড়া পুরনো বাস-ট্রাক থেকে নির্গত কালো ধোঁয়া ও শিল্পকারখানার অযাচিত নির্গমন দূষণকে আরও ঘনীভূত করছে। শুধু দেশীয় উৎসই নয়, প্রতিবেশী দেশ থেকে মৌসুমি ধোঁয়াশাও যুক্ত হচ্ছে।