বাগমারায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।

প্রতিবেদক,বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মোজাম্মেল হক, হাবিবুর রহমান, মোশারফ হোসেন,উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ। আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চুরি, জুয়া, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।