পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

- আপডেট সময়ঃ ০৫:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, রাজশাহীঃ
বিপুল উৎসাহ ও উদ্দীপনায়, গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পুঠিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত। পুঠিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পুঠিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে যুব র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এ,কে এম, নূর হোসেন নির্ঝর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ নজরুল ইসলাম, জনাব মোঃ রবিউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রশাসক শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ মোখলেসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সহকারী প্রকৌশলী বি, এম, ডি এ, প্রমূখ।
অনুষ্ঠানে ১০ জন প্রশিক্ষিত যুবক/ যুব নারীকে ৮৪০০০০/ যুব ঋণ এবং ২০ জনকে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।