দুর্গাপুরে ধর্ষণ মামলার আসামীসহ একাধিক মামলার আসামীকে জেল হাজতে প্রেরণ

- আপডেট সময়ঃ ০৫:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি সহ বিভিন্ন মামলার একাধিক আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন আশরাফুল ইসলাম (২৯) নামের এক যুবক। তার বাড়ি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে বিনোদপুর গ্রামে। তার পিতার নাম নায়েব আলী। গত ২৮ জুলাই দুর্গাপুর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সহ দুর্গাপুর থানা কর্তৃক বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, নামোদরখালী গ্রামের ওসিমুদ্দিন এর ছেলে ওমর ফারুক ঝুমর, গৌরিরিহার গ্রামের আজিজুল মেধার ছেলে আনসার আলী মৃধা(৫০),
আরেক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী দুর্গাপুর আমগাছি পূর্বপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আবেদ আলীর ছেলে ইলেকট্রিক ব্যবসায় রুবেল আলী (৫০),
গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আরেক আসামী দুর্গাপুর উপজেলার জয়নগর গ্রামের সালামের ছেলে সেলিম রেজা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা বলেন, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।