কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

- আপডেট সময়ঃ ১০:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় একটি মাছের খামারকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, পিঁপড়াসিট গ্রামের মৃত হযরত আলীর পুত্র সেলিম মিয়া (৪০) ও আরও ৭-৮ জন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত ‘আইডিয়াল মৎস্য খামার’ জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ করে আসছিল। তারা জমির প্রকৃত মালিকদের কোনো ভাড়া পরিশোধ না করেই সরকারের ক্ষমতার অপব্যবহার করে খামারটি দখলে রাখে।সরকার পরিবর্তনের পর জমির মালিকরা খামারটি ছয় বছরের জন্য গাবচালা এলাকার তালেব আলীর ছেলে নাজিম উদ্দিন এবং নয়াপাড়া এলাকার চান মিয়ার ছেলে আয়নাল হকের নিকট লিজ প্রদান করেন। কিন্তু সেলিম মিয়া আত্মগোপনে থেকে খামারটি পুনরায় দখলে নেয়ার চেষ্টা চালায়।বাদী অভিযোগ করেন, গত ৫ জুলাই সকালে সেলিম মিয়ার নেতৃত্বে আনিসুর রহমান (৪২), জসিম উদ্দিন (৩৩), মিনহাজ উদ্দিন (৫০), মাসুদ রানা (৪৫), আব্দুস সালাম (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন একটি ভেকু (খননযন্ত্র) নিয়ে খামার দখলের চেষ্টা চালায়। তবে লিজ গ্রহীতারা বাধা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেকুটি জব্দ করে।এ ঘটনার জেরে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে খামারের বর্তমান লিজ গ্রহীতা নাজিম উদ্দিন ও আয়নাল হকসহ মোট ৫২ জনের নিকট প্রতি শতাংশে ৪০০ টাকা হারে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পরিবারসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান,বাদীর অভিযোগের ভিত্তিতে ১ আগস্ট একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ৩ নম্বর আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।